শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

অশ্রুহীনের চিঠি
মাথা আমার ব্যথায় ঝিমঝিম করছে। অন্ধকার হয়ে আসছে আমার গদ্যময় পৃথিবী। এখন অনেক রাত। রাত জাগা পাখি হয়ে আছি জেগে যখন সবাই ঘুমিয়ে। ভাবছি আমি সারা প্রহর আর বৃষ্টি বিকেলের স্মৃতি।

হৃদয়-পুরের সবগুলো জানালা বন্ধ করে দিয়েছি তবু বাহিরে বৃষ্টির টুপটাপ টুপটাপ শব্দ যেন বলছে ...তুমি আমার নও...আমি শুনতে পাই বিষাদের সুর আর রাত্রির নীরব কান্না….আমাকে আহত করে,ব্যথিত করে, করে উদাসীন- দিশেহারা।
যখন একটি ছন্দের জন্য দিশেহারা আমার হৃদয়,যখন তোমাকে খুঁজতে শুরু করলাম আমার কবিতার শ্রেষ্ঠ কোন লাইনে আকাশের বিজলীর মত এসে আবার চলে গেলে......জানিনা আর কখনো দেখা হবে কিনা.

ছন্দ-হীন হয়ে যায় ছান্দসিক কবির ছন্দ। থেমে যায় জীবনের সুর,ভেঙ্গে যায় রঙিন সুখের স্বপ্ন। রচিত হয় ...দুঃখবিলাস। অশ্রুহীন বাকরুদ্ধ পথিক’র মনের জানালা খুলে...আজো তোমার পথপানে পলকহীন চেয়ে থাকা।

অনেক কিছু লেখার ছিল বলার ছিল অনেক কথা। কিন্তু বেশী কিছু লিখতে পারিনি। তোমার অনাগত দিনগুলো হোক অনেক বেশি সুখের। খুশি ও আনন্দে উদ্ভাসিত হোক তোমার জীবন। সুখে শান্তিতে পরিপূর্ণ হোক তোমার প্রতিটি মুহূর্ত।

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

আমি চলে যাব বলে
আকাশের অঝর ক্রন্দন
তোমায় ছুঁয়ে যায়
ভিজিয়ে দেয়
আমার স্মৃতি আজ স্তব্ধ
এখানেই তার শেষ
হবেনা আর লেখা
বিদায় জানিয়ে স্মৃতি
চলে যাব বন্ধু
আর হবেনা তোমার দেখা
থাকবেনা স্বপ্ন ।
আমি চলে যাব বলে
বেজেছে বাথার সুর
ফোটেনি নীল পদ্ম
তাই আজ আর নয়
চলে যাব যাব বলে
লিখিনি মনের গদ্য
দেখা হবেনা আর
তোমার – আমার
শূন্যতাকে রেখে গেলাম।