সোমবার, ২ মার্চ, ২০১৫

অশ্রুহীন বাকরুদ্ধ পথিক



অশ্রুহীন বাকরুদ্ধ পথিক আমি
মনের জানালা খুলে ডাকছি তোমায়
মুখে নেই কোন ভাষা পলকহীন-  
চেয়ে থাকা শুধু দু’হাত তুলে।

আমি ছুটছি কোন অজানা বন্দরে
নির্ভয়ে নিঃসংকোচে পথ চলা।
হঠাৎ থেমে যায় যদি আসে আবার
কাল বৈশাখী কোন পড়ন্ত বিকেলে।

সোনালী দিনের সূচনা লগ্নে
অশ্রুহীন বাকরুদ্ধ পথিক
হাজার আশার থলি নিয়ে
প্রতীক্ষ্যমান অজানা বন্দরে।

কবে শেষ হবে কণ্টকাকীর্ণ পথ
কখন থামবে কাল বৈশাখী ঝড়
কখন উদিত হবে আশার আলো
গড়ব সুন্দর সুকঠিন ইমারত।

অশ্রুহীন বাকরুদ্ধ পথিক আজ ক্লান্ত
নির্বাক চেয়ে আছে আকাশের পাণে
বলতে চায় গুণগুনানি তোমার কানে
কিন্ত নেই আজ একটুও অবকাশ।
......................................

আমার এই পথ চলা,গান গাওয়া
মাঘের শীতের অবসানে
আমন্তন্ন্য জানাই বসন্ত তোমায়।

বসন্তের বাসন্তী হাওয়ায়
ঘাস ফুলের সুবাসিত সৌন্দর্য
তোমার প্রাণে লাগুক দোলা
সেকি কভু যাবে কি ভোলা?

আমি নির্বাক অশ্রুহীন বাকরুদ্ধ পথিক
যতদিন আছি এ ধরায় খুঁজব তোমায়
লিখব গল্প-কবিতা,গাইব বিজয়ের গান।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন