সোমবার, ২ মার্চ, ২০১৫

পহেলা বৈশাখ



পহেলা বৈশাখের মধ্য দুপুরে
বেলি ফুলের মুখরিত হাসি
অন্তঃপটে জুড়ায় মুনের আলো 

হঠাৎ শুরু হল বৃষ্টি...
বৃষ্টিকণা’র শব্দে স্বপ্ন ভাঙে
তাকিয়ে দেখি লিলি সেজেছে
যেন মায়াপুরির বেশে। 
 
সীমার মাঝে অসীম তুমি
সসীমের সীমানায় সীমা দাড়িয়ে
প্রিয়াঙ্কার অপেক্ষায় সন্ধ্যা অবধি।

শরতের পর বসন্ত আসে দীর্ঘ
সুত্রিতায়ঃ জেমি দিদির গম্ভীর
মুখে তারই শোভা পায়। 
  
পরিশেষে ইতির ইতি কথায়
টানলাম নষ্ট কবিতার ইতি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন