সোমবার, ২ মার্চ, ২০১৫

প্রতীক্ষা



বিকেল গড়িয়ে এলো একা বসে আছি
নিস্তব্ধ নিরালায় তোমারই প্রতীক্ষায়। 

আজও জানতে পারিনি-
      সেই বেদনার্ত দিনের মর্ম।
সন্ধায় হঠাৎ মনে পড়ল
      আজ শাপলা কুড়াতে যাব। 

হালকা স্নিগ্ধ রজনীতে দেখেছি তোমায়
কেমন আছেন?ধ্বনিত হল মোর কর্ণে
অপূর্ব সেই সুর;মায়াবিনী না রূপসিনী 
কি বলবঃসুন্দরী,স্বপ্নময়ী না আপ্যায়নী

আমি মুনি হয়ে অন্তঃদৃষ্টি দিয়ে দেখেছি
তোমাকে; তুমি বুঝনি প্রিয় বান্ধবী
বিদায় নিশ্চিত জেনেও বলতে পারিনি
বিদায়,বন্ধু বিদায়। ভালো থেকো।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন